শ্রীলঙ্কা এয়ার ফোর্সের বিপক্ষে বড় জয় শেখ রাসেলের

 

মাথাভাঙ্গা মনিটর: এএফসি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।গতকাল শুক্রবার কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে তারা স্বাগতিক ক্লাব শ্রীলঙ্কা এয়ার ফোর্সকে ৫-০ গোলে হারিয়েছে।প্রধমার্ধেরম্যাচের ১৪ মিনিটেই গোলের দেখা পায় শেখ রাসেল। শাকিল আহমেদ উদ্বোধনী গোলটিকরেন। ৩৫ মিনিটে স্বাগতিকদের জালে আবারও বল জড়িয়ে ব্যবধান বাড়ান মিথুনচৌধুরী। আর কোনো গোল না হওয়ায় ২-০ গেলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গতবারেরট্রেবল চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণকে আরও ক্ষুরধার করেসফরকারীরা। খেলার ৬৬ মিনিটে মিথুন আবারো দলকে এগিয়ে নেন। এছাড়া হাইতিয়ানফরোয়ার্ড প্যাস্কেল দলের হয়ে চতুর্থ গোলটি করেন। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিটআগে বদলি হয়ে মাঠে নামা সবুজ বিশ্বাস প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুঁকেদেন।এর আগে প্রথম ম্যাচে কেআরএলের সাথে গোলশূন্য ড্র নিয়ে মাঠছেড়েছিলো রাসেল। এ জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’গ্রুপের শীর্ষে উঠলো তারা। সমানপয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুয়ে পাকিস্তানি ক্লাব কেআরএল। ১১ মেগ্রুপের শেষ ম্যাচে তারা ভুটানের ক্লাব উজিয়েন একাডেমির বিপক্ষে মাঠেনামবে।