শাহজালালে ৯০ লাখ টাকার সোনাসহ আটক ৫

 

স্টাফ রিপোর্টার: হযরতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু দফায় ৯০ লাখ টাকা মূল্যের সোনার বারউদ্ধার করা হযেছে। আটক হয়েছেন ৫ জন। গত বৃহস্পতিবার রাত সোয়া ১২ টার দিকে ৬১লাখ টাকা মূল্যের সোনার বারসহ ৪ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার সকাল ৭টার দিকে ৬০০ গ্রাম সোনাসহ শেখবাহালুল নামে এক যাত্রীকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ।এয়ারপোর্টআর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুলজানান, গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দর গ্রিন চ্যানেলপার হয়ে ক্যানোপীতে আসার পর সিঙ্গাপুর ও কুয়ালালামপুর থেকে আসা সালাউদ্দিন, মো. হাফিজুর রহমান, মিজানুর রহমান ও আলমগীর মোল্লাকে আটক করা হয়।ট্যাক্সিতে ওঠার সময় তাদেরকে সন্দেহ হলে তল্লাশি করে বিপুল পরিমাণ সোনারবারগুলো উদ্ধার করা হয়। কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশবিমানের একটি প্লেন থেকে সোনাসহ ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরে শেখবাহালুলের গতিবিধি সন্দেহ হলে শরীর তল্লাশি চালিয়ে জুতোর ভেতরে লুকানোঅবস্থায় সোনাগুলো উদ্ধার করা হয়। বাহালুলের বাড়ি ঢাকার দোহারে।