মৃত্যুরদৃশ্যে অভিনয় করতে গিয়ে অভিনেতার সত্যিমৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যিই মারা গেলেন আরব অভিনেতা মাহমুদ আল-শাওয়ালকা।মৃত্যুরদৃশ্যে অভিনয় করতে গিয়ে ক্যামেরার সামনে বললেন, আমি মারা যাচ্ছি। এবাক্যটিই উচ্চারণ করেছিলেন আরব অভিনেতা মাহমুদ আল-শাওয়ালকা। অথচ বাস্তবেএটিই ছিলো জীবনের শেষ ডায়ালগ।সম্প্রতি টেলিভিশন সিরিজ ব্লড ব্রাদার্সেঅভিনয় করতে গিয়ে পান্ডুলিপি অনুসারে সংলাপ না বলায় আল-শাওয়ালকার মতো অভিজ্ঞঅভিনেতা ভুল সংলাপ বলছেন ভেবে হতবাক হন উপস্থিত পরিচালক ওশিল্পী-কলাকুশলীরা।গুলি লাগার পরে মারা যাচ্ছেন নাটকের এমন দৃশ্যেঅভিনয় করার সময় অভিনেতা মাহমুদ আল-শাওয়ালকার সংলাপ ছিলো, আমি চাই, তুমিতোমার খালি হাত দুটো দিয়ে আমাকে সমাহিত কর।কিন্তু অভিনয় করতে গিয়েসত্যিকারে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তিনি বলেছিলেন, আমার মনে হচ্ছে, আমিশিগগিরই মারা যাচ্ছি। বাস্তবে এ দৃশ্যে অভিনয় করতে করতেই সহকর্মীদের স্তব্ধকরে ক্যামেরার সামনেই মৃত্যুবরণ করেন আল-শাওয়ালকা। জর্ডানের রাজধানীআম্মানে নাটকটির দৃশ্য ধারণ করা হচ্ছিলো।