বিয়ের আসরে গুলিবিদ্ধ হয়ে কনের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: প্রেমকরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আরেকজনকে বিয়ে করতে গিয়ে গুলি খেয়ে অকালেপ্রাণ হারালেন কনে।ক্ষুব্ধ প্রেমিক বিয়ের আসরেই গুলি করে হত্যা করেছেবিশ্বাসঘাতক প্রেমিক পাত্রীকে।এটা কোনো সিনেমার দৃশ্য নয়। ঘটনাটিকেসিনেমাকেও হার মানিয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভারতের ভোপালেরলালঘাটিতে।হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ের রীতি শুরু হওয়ার আগে পাত্রেরসাথে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন ডা. জয়শ্রী নামদেও। শিশুরোগ বিশেষজ্ঞ জয়শ্রীরসাথে বিয়ে হতে চলেছিলো শল্যচিকিৎসক রোহিত নাম দেওর।অতিথিরা অভিনন্দনজানাচ্ছিলেন তাদের। সেই সময় হঠাৎই আসরে ঢুকে পড়ে একদম সামনে থেকে তাকে গুলিকরে অনুরাগ সিং। গুলি এসে লাগে তার গলায়। গুরুতর জখম অবস্থায় তাকেহাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে পালিয়েযাওয়ার আগেই অনুরাগকে ধরে ফেলেন কনের স্বজনেরা।লিশকে অনুরাগ জানিয়েছে, জয়শ্রী তার সাথে প্রেম করে বিশ্বাসঘাতকতা করেছিলো বলে খুন করে প্রতিশোধ নিয়েছে।