মাথাভাঙ্গা মনিটর: গত বৃহস্পতিবার ইউরোপের অন্যতম ফুটবল পরাশক্তিজার্মানির কোচ জোয়াকিম লো ও দল ঘোষণা করেছেন। জার্মানির দলে রয়েছে চোখেপড়ার মতো তরুণদের উপস্থিতি। জাতীয় দলে এক ম্যাচও খেলার অভিজ্ঞতা নেই এমন ৬জনকে দলভুক্ত করেছেন জোয়ালিম কো। আর ৩০ সদস্যের দলের গড় বয়স ২৪.৮ বছর।আশ্চর্যজনকভাবে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ফিওরেন্তিনার ফরোয়ার্ড মারিওগোমেজ। ক্লাবের হয়ে ভালো করতে না পারার কারণেই হয়তো দল থেকে বাদ দেয়া হয়েছে২০১২ সালের ইউরোপ তারকা গোমেজকে। তবে রিয়াল মাদ্রিদের ইনজুরি আক্রান্তমিডফিল্ডার সামি খেদিরা জোয়ালিম কো’র দলে জায়গা করে নিয়েছেন। তবে দলেসবচেয়ে বড় চমক বিশ্ব রেকর্ড গড়তে যাওয়া ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। ফর্ম ওবয়সের কারণে এবার জার্মানির বিশ্বকাপ দলে তার থাকা নিয়ে ছিলো শঙ্কা। কিন্তু৩৫ বছর বয়সী এ ল্যাজিও ফরোয়ার্ড ঠিকই ৩০ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন।জার্মানির ৩০ সদস্যের দল:গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), রোমান ওয়াইডেনফেলার (বরুসিয়া ডর্টমুন্ড) ও রবার্ট জিয়েলার (হ্যানোভার)।মিডফিল্ডার:লার্স বেন্ডার (বায়ার্ন লেভারকুসেন), জুলিয়ান ড্র্যাক্সলার (শালকে), ম্যাথিয়াস গিন্টার (ফ্রেইবার্গ), লেওন গরেটকা (শালকে), মারিও গটশে (বায়ার্নমিউনিখ), আন্দ্রে হান (আগসবার্গ), স্যামি খেদিরা (রিয়াল মাদ্রিদ), টনিক্রস (বায়ার্ন মিউনিখ), ম্যাক্স মেয়ার (শালকে), মেসুত ওজিল (আর্সেনাল) ওবাস্তেইন শোয়েনস্টেইগার (বায়ার্ন মিউনিখ), মার্কো রিউস (বরুসিয়া), আন্দ্রেশুরলা (চেলসি)ডিফেন্ডার: জেরোম বোয়েটাং (বায়ার্ন মিউনিখ), এরিক ডার্ম (বরুসিয়া ডর্টমুন্ড), কেভিন গ্রশক্রয়শ (বরুসিয়া ডর্টমুন্ড), বেনেডিক্টহাউয়েডস (শালকে), ম্যাটস হিউমেলস (বরুসিয়া ডর্টমুন্ড), মার্সেল ইয়ানসেন (হামবুর্গ), ফিলিপ লাম (বায়ার্ন মিউনিখ), পার মার্টাসেকার (আর্সেনাল), শকোদ্রান মুস্তাফি (সাম্পাদোরিয়া) ও মার্সেল শ্মেলজার (বরুসিয়া ডর্টমুন্ড)।ফরোয়ার্ড: মিরোস্লাভ ক্লোসা (ল্যাজিও), কেভিন ভোলেন্ড (হফহেইম), লুকাস পোদলস্কি (আর্সেনাল) ও থমাস মুলার (বায়ার্ন মিউনিখ)।