রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা
স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জমি ৬০-৭০ বছর ধরে বংশ পরস্পরায় ইজারা নিয়ে দেড়শতাধিক দোকানমালিকসহ ভোগদখলকারীদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের প্রতিবাদে আন্দোলনে নেমেছে রেলওয়ে ভূমিরক্ষা সংগ্রাম কমিটি। আন্দোলনকারীরা গতকাল শুক্রবার বেলা ১১টায় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের পূর্বপ্রান্তে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিষয়টি রেলমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক আবু তালেব, সদস্য আনিসুর রহমান, শহীদ উল ইসলাম, বিশারত আলী প্রমুখ। আবু তালেব অভিযোগ করেন, বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিআরএম পঙ্কজ কুমার সাহা স্থানীয় একটি কুচক্রী মহলের সাথে যোগসাজশ করে ইজারা গ্রহণকারীদের উচ্ছেদের নীলনকশা করছেন। যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমাদের কাছ থেকে নানা অজুহাতে ১৪২১ সনের ইজারামূল্য নেয়া হচ্ছে না। এ সিদ্ধান্ত নেয়া হলে তা হবেষড়যন্ত্রকারীদের জন্য আত্মঘাতীমূলক। আমরা জান দেবো তবু জমির দখল ছাড়বো না। কারণ এ জমি হাতছাড়া হলে প্রায় ১ হাজার মানুষ পরিবারপরিজন নিয়ে নিঃস্ব হয়ে পথে বসে যাবে।