স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।গতকাল শুক্রবারসকাল ১০টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার লোহাদী গ্রামে সৌরশক্তিউৎপাদনকারী প্রতিষ্ঠান সোলারিক কোম্পানির সোলার ন্যানো গ্রিড কে-১প্রকল্পের বিদ্যুত উৎপাদন কার্যক্রম পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনারকবলে পড়েন মজিনা।প্রত্যক্ষদর্শীরা জানান, মজিনাকে বহনকারী গাড়িটিকাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক থেকে ইট বিছানো রাস্তায় প্রবেশ করার পর স্থানীয়লোহাদী উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলেপড়ে। অন্তত ১০ ফুট নিচু পুকুরের পানিতে পড়ার আগেই চালকের উপস্থিতবুদ্ধিমত্তায় গাড়িটি আটকে যায়।কাপাসিয়া থানার ওসিআহসান উল্লাহ জানান, গাড়িটি রাস্তায় কাত হয়ে গেলে মজিনা গাড়ি থেকে নেমেআসেন। মজিনাসহ গাড়িতে সব যাত্রীই সুস্থ রয়েছেন।