স্টাফ রিপোর্টার: মরহুমা হোসনে আরা খানম স্মরণে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দিনব্যাপি দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে। তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পলাশপাড়াস্থ খানপরিবারে এ আয়োজন করা হয়।
মরহুম আফজাল খানের স্ত্রী মরহুমা হোসনে আরা খানম ছিলেন গুণী মা। তার ৬ ছেলের সকলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মাইওয়ান ইলেক্ট্রনিক্স, মাইওয়ান এনার্জি, মারভেলাস টিভি, নাইস টিভিসহ দেশের সুনামধন্য বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মরহুমা হোসনে আরা খানমের ছেলেরা। গতকাল তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে আয়োজিত বার্ষিক কুলখানিতে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদকসহ সর্বস্তরের মুসল্লি ও জাকেরানেরা শরিক হন।