জিয়াউর রহমান জিয়া:চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ সূর্য তরুণ সিক্রোসাইড ফুটবলটুর্নামেন্টের ফাইনালে রেডসন ক্লাব চ্যাম্পিয়ন হয়। রেডসন ক্লাব ২ গোলে সানমুন ক্লাব পরাজিত করে। গতকাল বৃহস্পতিবার রাতে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়।রেডসন ক্লাব ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গতকাল রাত সাড়ে ৯টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
হোয়াইট হাউজের সার্বিক সহযোগিতায় গ্রীন হাউজের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোয়াইট হাউজের সভাপতি সাবেক সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সদর উপজেলা ছাত্রলীগেরসভাপতিজুয়েল রানা, জিল্লুর রহমান, সবুর, আশিক, শাকিল প্রমুখ বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।খেলায় রেফারির ছিলেন শিক্ষক খাইরুল বাশার আশরাফুল, সাইফুল, ধারা বিবরণীতে ছিলেন গুরু মানিক।