ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে মালয়েশিয়া থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন গোবরগাড়ার ঠাণ্ডু:পরিবারে শোকের মাতম

 

বেগমপুর প্রতিনিধি: ভাগ্যের চাকা ঘোরাতে ৫ মাসআগে মালয়েশিয়ায় পাড়িজমান চুয়াডাঙ্গা গোবরগাড়া গ্রামের আব্দুল হান্নান ঠাণ্ডু (৫০)। সবকিছু চলছিলো ঠিকঠাক। গুছিয়ে ওঠার আগেই গত সোমবার দুপুর ১টার দিকে বাড়িতে খবর আসে হান্নান আর নেই। প্রক্রিয়া শেষ করে ৪ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে হান্নানের লাশ পরিবারের নিকট পৌঁছুলে পরিবারজুড়ে নেমে আসে শোকের মাতম।

জানাগেছে, চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের গোবরগাড়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে ৪ সন্তানের জনক আব্দুল হান্নান ঠাণ্ডু ২০০৬ সালে ভাগ্যের চাকা ঘোরাতে পাড়ি জমান মালয়েশিয়ায়। আট মাস আগে তিন মাসের ছুটিতে বাড়ি আসেন তিনি।ছুটি কাটিয়ে ৫ মাস আগে আবারও পাড়ি জমান মালয়েশিয়ার নিজ কর্মস্থলে। গতসোমবার দুপুর ১টার দিকে সেখান থেকে খবর আসে হান্নান স্ট্রোক করে মারাগেছে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুর ১টার দিকে ঢাকা বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়। সেখান থেকে রাত ১০টার দিকে ঘটনার ৪দিন পর লাশ পৌঁছুলে পরিবার জুড়ে নেমে আসে শোকের মাতম। হান্নান ৭ বোনের এক ভাই। তার রয়েছে তিন ছেলে এক মেয়ে। এদিকে সন্তানের মারা যাওয়ার খবরে মা জামিরন নেছা পাগলপ্রায়। কারণ সাত মেয়ের মধ্যে একটিই ছেলে তার। আজ শুক্রবার গ্রামের কবরস্থানে হান্নানের লাশ দাফন সম্পন্ন হবে।