বিএনএফ এখন বিএনএ

 

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) করা হয়েছে।গত বুধবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদসম্মেলনে দলটির চেয়ারম্যান ব্যরিস্টার নাজমুল হুদা এ ঘোষণা দেন।এসময়তিনি বলেন, বিএনএফ নাম নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তির শিকার হয়েছি।বিএনপির সাথে বিএনএফ’র নাম প্রায় মিলে যাওয়ায় অনেক সময় বিভ্রান্তিতে পড়তেহয়েছে। এ কারণেই নাম পরিবর্তন করা হয়েছে।তিনি আরো জানান, ২০১৫ সালের ৭ জানুয়ারি বিএনএ’র প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।নাজমুলহুদা বলেন, বিএনপি আগামী পাঁচ বছরে নির্বাচন পাবে না। তারা আন্দোলন করতেব্যর্থ হয়েছে। তারা নির্বাচনে না গিয়ে দেশের মানুষকে ভোট থেকে বঞ্চিতকরেছে।বিএনএ’র নতুন কমিটিতে দলটির চেয়ারম্যান নাজমুল হুদা ওমহাসচিব করা হয়েছে কমান্ডার এম শহিদুর রহমানকে (পিএসসি নেভি (অব.)।