স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখায় সর্বস্তরে বাংলা ভাষারব্যবহার করতে হবে। ৫ মে ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ওনীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনায় সই করেছেন ব্যাংকেরমহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামান।সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের বিষয়ে হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তী আদেশবাস্তবায়নের জন্য ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায়ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখাকে এ নির্দেশনা অনুসরণ ও মেনে চলতে বলাহয়েছে।বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামান বলেন, ব্যাংকের প্রধান কার্যালয় ও অন্যান্য শাখায় বেশির ভাগ কাজেই বাংলাভাষার ব্যবহার করা হয়। তবে প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে চিঠিপত্রসহবিভিন্ন বিষয় লেখায় ইংরেজির প্রাধান্য বেশি থাকে। শুধু বিদেশি দূতাবাস বাবিদেশের সাথে যোগাযোগ ছাড়া সবক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হওয়া উচিত। এরআগেও ব্যাংকের সব শাখায় বাংলা ভাষা ব্যবহারের বিষয়ে উত্সাহিত করা হয়েছে।এবারই প্রথম লিখিতভাবে নির্দেশনা দেয়া হয়েছে।বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭’র ৩ধারা অনুযায়ী দেশের সব সরকারি অফিস, আদালত, আধাসরকারি, স্বায়ত্তশাসিতপ্রতিষ্ঠান শুধু বিদেশের সাথে যোগাযোগ ছাড়া অন্যান্য সবক্ষেত্রে বাংলাভাষার ব্যবহার করতে হবে। আইনটি শুধু কাগজে-কলমে থাকায় আইন বাস্তবায়নেরবিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়।গত ২৯ এপ্রিল বাংলা ভাষা প্রচলনসংক্রান্ত আদালতের নির্দেশ বাস্তবায়নবিষয়ে ১৫ মের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতিকাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টবেঞ্চ এ আদেশ দেন।