মাথাভাঙ্গা মনিটর: নিজ মাঠে হারের খেসারত দিতে হলো না প্যারিস সেইন্টজার্মেই (পিএসজি)কে। গত বুধবার প্যারিসের মাঠে স্তাদে রেনসের কাছে ২-১ গোলেহার মানে পিএসজি। তবে একইদিন পা হরকায় অপর শিরোপাপ্রত্যাশী দল মনাকোও। আরনিজ মাঠে মনাকোর ড্রতে ফ্রেঞ্চ লিগ শিরোপা নিশ্চিত হলো প্যারিস সেইন্টজার্মেই (পিএসজি)’র। গত বুধবার ফরাসি লিগ ওয়ান আসরে গেনগামের সাথে ১-১ গোলেড্র করে শিরোপাপ্রত্যাশী মনাকো। এতে ৩৬ ম্যাচ শেষে মনাকোর সংগ্রহ দাঁড়ায় ৭৬পয়েন্ট। এতে তালিকায় শীর্ষ দুই দলে ৭ পয়েন্টের পার্থক্য। ৩৬ ম্যাচেপ্যারিস সেইন্ট জার্মেইয়ের সংগ্রহে ৮৩ পয়েন্ট। এতে পিএসজির ফরাসি লিগ ওয়ানশিরোপা নিশ্চিত হলো দু ম্যাচ বাকি রেখেই। ফরাসি লিগে পিএসজি’র এটি টানাদ্বিতীয় শিরোপা। গতবার পিএসিজকে দীর্ঘ বিরতিতে ফরাসি লিগ শিরোপা এনে দেনকোচ কার্লো আনচেলত্তি। তবে এ ইতালিয়ান কোচ মওসুম শেষে রিয়াল মাদ্রিদে পাড়িদিলে পিএসজি’র দায়িত্ব নেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা লরেন্টব্লাঁ। এবারের শিরোপা স্বপ্ন ধরে রাখতে গত বুধবার নিজ মাঠে জয়ের বিকল্প ছিলোনা মনাকোর। ৭৭ মিনিটে বুলগেরিয়ান ফরোয়ার্ড দিমিতার বারবাতভের গোলে এগিয়েযায় মনাকোই। কিন্তু রেলিগেশন খাড়ায় থাকা গেনগাম দেখায় শেষ ভেলকি। ৮৫ মিনিটেগেনগামের তুর্কি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফাতিহ আতিকের গোলে সমতায় ফেরে গেনগামআর স্বপ্ন ভাঙে মনাকোর।