মাথাভাঙ্গা মনিটর: সর্বশেষ ফিফা ৱ্যাকিংয়ে দু ধাপ এগিয়ে চারে উঠে এসেছে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ব্রাজিল। আর্জেন্টিনা একধাপ নেমে সাত নম্বরে।গতকাল বৃহস্পতিবারসর্বশেষ ঘোষিত ফিফা ৱ্যাকিংয়ে গত দু বছরের মধ্যে এবারই সবচেয়ে ভালোঅবস্থানে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাত্র ১১ মাস আগে রেকর্ড ২২নম্বরে নেমে গেলেও এখন কলম্বিয়া ও উরুগুয়েকে পেছনে ফেলে দক্ষিণ আমেরিকাঅঞ্চলের শীর্ষ দল নেইমাররা।স্পেন ১৪৬০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে।দুই আর তিনে অপরিবর্তীত জার্মানি ও পর্তুগাল। এ ৱ্যাকিংয়ে বাংলাদেশেরঅবস্থান ১৬২তম। একধাপ এগিয়ে তাদের পয়েন্ট ৯৮।বিশ্বকাপ ফুটবল ২০১৪ শুরু হওয়ার আগে ৫ জুন চূড়ান্ত ৱ্যাকিং প্রকাশ করবে ফিফা।সর্বশেষ প্রকাশিত ফিফা ৱ্যাংকিং:১.স্পেন ২. জার্মানি ৩. পর্তুগাল ৪. ব্রাজিল ৫. কলম্বিয়া ৬. উরুগুয়ে ৭.আর্জেন্টিনা ৮. সুইজারল্যান্ড ৯. ইতালি ১০. গ্রিস ১১. ইংল্যান্ড ১২.বেলজিয়াম ১৩. চিলি ১৪. যুক্তরাষ্ট্র ১৫. নেদারল্যান্ড ১৬. ফ্রান্স ১৭.ইউক্রেন ১৮. রাশিয়া ১৯. মেস্কিকো ২০. ক্রোয়েশিয়া।