দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশের হাতে আটক দামুড়হুদার শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নতিপোতা গ্রামের মৃত ফজলু ডাকাতের ছেলে মিজারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই রবিউল ইসলাম ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদার সীমান্তবর্তী সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে দামুড়হুদা থানা পুলিশ আটক করে। পরে তার দেহ তল্লাশি করে মাজায় গুঁজে রাখা দেশীয় তৈরি ১টি পিস্তল ও ৪টি তাজা গুলি উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, আটক মিজার এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার নামে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।