কার্পাসডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গারদামুড়হুদা মুন্সিপুর সীমান্ত থেকে আনার হোসেন (২৪) নামের এক বাংলাদেশি গরুব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। তিনি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুরগ্রামের সদর আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, গতকালবৃহস্পতিবারসকালে উপজেলার ঠাকুরপুর গ্রামের আনার হোসেনসহ ৬-৭ জন গরুব্যবসায়ী গরুকেনার উদ্দেশেমুন্সিপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতেপ্রবেশ করে। এ সময় ভারতের মহাখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করেআনার হোসেনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়।দুপুরে মুন্সিপুরবিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিন তাকে ফেরত ও প্রতিবাদ জানিয়েমহাখোলা বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়। বিকেলে সীমান্তের ৯৪/৩ আর পিলারের কাছেবিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষেউপস্থিত ছিলেন- মুজিবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জমশেদ আলীএবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- মহাখোলা ক্যাম্পের সহকারী কমিশনার এসকেসিং। বৈঠকে বিএসএফের হাতে আটক বাংলাদেশী আনার হোসেনকে ফেরত দিতে অস্বীকারকরে এবং তাকে কেষ্টগঞ্জ থানায় সোপর্দ করেছে বলে বিজিবিকে জানায়।চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের উপঅধিনায়ক আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।