ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়ন আন্তঃইউনিয়ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। তিনি বলেন, ছেলে-মেয়েরা আধুনিকতার নামে আমাদের দেশের গ্রামীণ খেলাধুলাগুলো প্রায়ই ভুলে গিয়েছে। এর ফলে দেশে দেখা দিয়েছে সামাজিক অবক্ষয়,হারিয়ে যাচ্ছে ভ্রাতিত্বের বন্ধন। গ্রামীণ এ খেলাধুলাগুলো ভবিষ্যত প্রজন্মের কাছে ধরে রাখার জন্য সরকার সারাদেশে এ উদ্যোগ নিয়েছে। আধুনিক খেলার পাশাপাশি গ্রামীণ খেলাধুলা চর্চা করার জন্য ছেলে-মেয়েদের প্রতি আহ্বান জানান। অতিথি হিসেবে আর ও উপস্থিত ছিলেন পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন,ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোখলেসুর রহমান,ইউপি সচিব জিয়াউর রহমান,প্যানেল চেয়ারম্যান শওকত আলী, আশাবুল হক আশা। খেলাধুলা পরিচালনায় ছিলেন শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ডিঙ্গেদহ বালিকা বিদ্যারয়ের শিক্ষক লোকমান হোসেন, বাবুল আক্তার, মনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের শিক্ষক আকবার আলী, উম্মে ছালমা,জামাল উদ্দিন,মাখালডাঙ্গা মাধ্যামক বিদ্যালয়ের শিক্ষক শরিফ উদ্দিন,শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তাদুর রহমান,ডিঙ্গেদহ দাখিল মাদরাসার শিক্ষক কেরামত আলী। প্রতিযোগিতায় শংকরচন্দ্র ইউনিয়নের ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন।