মাথাভাঙ্গা মনিটর: ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ফ্রি কিক কি-না,এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে সবচেয়েঅদ্ভুত ফ্রি কিকগুলোর তালিকা করলে এটা যে ওপরের দিকেই থাকবে, এ নিয়ে কোনোসন্দেহ নেই। জাপানের দ্বিতীয় বিভাগ ফুটবলে এ রকমই একটা অদ্ভুত ফ্রি কিকেরজন্ম দিয়েছে কিয়োটো সংঘ।কিয়োটোর ম্যাচ ছিলো ইয়োকোহামার মাঠে। ম্যাচেরঘড়িতে তখন ১৫ মিনিট। ১-০ গোলে এগিয়ে সফরকারীরা। এমন সময় পেনাল্টি বক্সেরভেতরে একটি ইনডিরেক্ট ফ্রি কিক পায় কিয়োটো। ব্যাক পাস থেকে গোলরক্ষক বল হাতদিয়ে ধরায় এ অপরাধ। ইনডিরেক্ট ফ্রি কিক পেনাল্টি বক্সের মধ্যে নেয়া হলেওএটি পেনাল্টি শট নয়। ফ্রি কিকের মতোই এ শটের সামনে দেয়াল দাঁড় করানো যায়।পার্থক্য হলো,মূল শটটি নেয়ার আগে অন্য কোনো খেলোয়াড়কে সেই বলে টোকাবা পাসদিতে হবে।ইনডিরেক্টফ্রি কিক নিতে দুজন খেলোয়াড় লাগে,তবে ডামি করার জন্য ছয়-ছয়জন খেলোয়াড়সারি বেঁধে দাঁড়িয়ে গিয়েছিলেন এদিন। রেফারির বাঁশি বাজার সাথে সাথে এক এককরে খেলোয়াড় এগিয়ে আসেন,কিন্তু বলটা না স্পর্শ করেই টপকে পেরিয়ে যান। কেটোকা দেবেন আর কে নেবেন শট- রীতিমতো সংশয়ে পড়ে যায় প্রতিপক্ষ। টানা তিনজনখেলোয়াড় এভাবে পেরিয়ে যাওয়ার পর চতুর্থ খেলোয়াড় বলে আলতো টোকা দেন। কিকটানেন পঞ্চম খেলোয়াড়টি। পুরো ব্যাপারটি ঘটে মুহূর্তের মধ্যেই। একে তো এঘটনায় পুরো রক্ষণ-দেয়াল ধন্দে পড়ে গিয়েছিলো,তার ওপর কিকটাও হয়েছে আগুনেরগোলার মতো। গোল!