মাথাভাঙ্গা মনিটর: ২০০৫ সালের জুন মাসে স্প্যানিশ ক্লাব বার্সেলোনারসিনিয়র দলে যোগ দেন লিওনেল মেসি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।প্রতি বছর তার দাম বেড়েই চলছে। বার্সেলোনার ক্যারিয়ারের নবমবারের মতো নতুনচুক্তি করতে যাচ্ছেন এ আর্জেন্টাইন। চলতি মাসেই বার্সেলোনা তার সাথে নতুনচুক্তিতে আসবে।১ম চুক্তি: জুন,২০০৫প্রথমবারের মতো স্প্যানিশক্লাব বার্সেলোনায় পেশাদার ফুটবলার হিসেবে যোগ দেন লিওনেল মেসি। সেই শুরুথেকে আজ পর্যন্ত নিজের প্রতিভার পরিচয় দিয়ে যাচ্ছেন মেসি।চলতি মাসে তার সাথে নতুন চুক্তিতে আসতে যাচ্ছেবার্সেলোনা। ৩ মিলিয়ন পাউন্ড বোনাসসহ মনে করা হচ্ছে,বছরে ২০ মিলিয়ন পাউন্ডপকেটে ঢুকানোর সুযোগ পাচ্ছেন মেসি।