মাথাভাঙ্গা মনিটর: হেডকোচের দায়িত্ব নিচ্ছেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তী জিনেদিন জিদান। ফরাসিগণমাধ্যম সূত্রে জানা যায়, ফরাসি শীর্ষ লিগের দল বোর্দোর কোচ হতে যাচ্ছেনজিদান। একটি সংবাদ মাধ্যম জানিয়েছে,বোর্দেরবর্তমান কোচ ফ্রান্সিস গিলটের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। তারউত্তরসূরি হিসেবে তৈরি করার তালিকায় জিদানের নামটা এক নম্বরেই রয়েছে।বোর্দোক্লাব কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে ক্লাব সভাপতিজিয়ান-লুইস ত্রিয়াউ ব্যাপারটি উড়িয়ে দেননি। রহস্যময়ভাবে তার বক্তব্য,অপেক্ষা করুন। সবই জানতে পারবেন।কেবল নামের জোরেই বোর্দোরকোচিংয়ে আসছেন না জিদান। গত জানুয়ারিতে রীতিমতো পড়াশোনা করেই ক্রীড়াব্যবস্থাপনায় ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন তিনিএবং বর্তমানে রিয়াল মাদ্রিদেরসহকারী কোচের দায়িত্বে আছেন সাবেক সফল এ ফুটবলার।বর্ণাঢ্য ফুটবলক্যারিয়ারে ১৯৯২ সাল থেকে বোর্দোতেও কাটিয়েছেন চার বছর। তবে নজর কাড়েনজুভান্টাসে গিয়েই। তার পরের গল্প তো ফুটবলপ্রেমীদের সবারই জানা। ফুটবলইতিহাসে কিংবদন্তিদের তালিকায় অনেকেই পেলে-ম্যারাডোনার পরের স্থানটিই দেনএ ফুটবল শিল্পীকে।