স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ হরিণাকুণ্ডুর রিশখালী হিঙ্গেরপাড়ার ছফুরা খাতুন (৫৫) সর্প দংশনে মারা গেছেন। তমসের আলীর স্ত্রী ছফুরা খাতুনকে গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশে রাখা ভূট্টারগাদা সরাতে গেলে সাপে দংশন করে। তাকে হাসপাতালে না নিয়ে কবিরাজের নিকট নিয়ে ঝাঁড়ফুক, কাটা-ছেঁড়া করা হয়। ঝাঁড়ফুকের এক পর্যায়ে অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গতরাত ৮টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।