বিএনপির জরুরি সংবাদ সম্মেলনআজ

 

স্টাফ রিপোর্টার: দেশের চলমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।আজ বৃহস্পতিবারবেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনঅনুষ্ঠিত হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদসম্মেলন করবেন। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্রেজানা যায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী ১৪ মে নারায়ণগঞ্জযাওয়ার কথা রয়েছে। সেখানে নিতাইগঞ্জে একটি সমাবেশের আয়োজন করবে জেলা বিএনপি।কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তার কথা বিবেচনায় সেখানে সমাবেশ করারঅনুমতি দেয়নি নারায়ণগঞ্জ সিটি মেয়র।

এদিকে বুধবার রাতে বিএনপিরভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে  চিকিৎসার জন্য আমেরিকা যেতে বাধা দেয়া হয়েছে।