স্টাফ রিপোর্টার: পিলখানাহত্যামামলায় নিম্ন আদালতের রায়ে খালাসপ্রাপ্ত ২৭৮ জনের মধ্যে ৬৯ জনেরসাজা চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল বুধবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এআপিলটি করা হয়। আগামী সপ্তায় বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতিগোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এ আপিলের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলেজানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।উল্লেখ্য, বিদ্রোহেরনামে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ চালায়বিডিআর জওয়ানরা। ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান ভয়াবহ সে ঘটনায়।২৮ ফেব্রুয়ারি লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবোজ্যোতিখীসা একটি হত্যামামলা করেন। সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দেরনেতৃত্বে ২০০ কর্মকর্তা মামলাটির তদন্ত করে মোট ৮৫০ জনকে অভিযুক্ত করেঅভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ৫ নভেম্বর হত্যা মামলার রায়ে ১৫২ জনকেফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়াহয় ২৭৮ জনকে। এছাড়া ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা পান আরো ২৫৬জন।