স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন সরকারকে অপহরণপূর্বক নৃশংস হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় জেলা আইনজীবী সমিতি মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের পাশে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আধাঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএম শাহাজান মুকুল, সাধারণ সম্পাদক শামীম রেজা ডালিম, পিপি আলমগীর হোসেন, সিনিয়র আইনজীবী মনিরুজ্জামান মনি, সেলিম উদ্দিন খান, রফিউর রহমান, আব্দুল ওহাব মল্লিক, নুরুল ইসলাম, আবুল বাশার, সোহরাব হোসেন, আব্দুল মালেক ও শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চন্দন সরকার খুনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনে সোপর্দ করতে হবে। কর্তব্যে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জের ডিসি, এসপি ও র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।