নতিপোতার মিজার গ্রেফতার : অস্ত্র ও গুলি উদ্ধার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার শীর্ষ সন্ত্রাসী নতিপোতার মিজানুর ওরফে মিজারকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ। পুলিশ গতকাল এ তথ্য জানিয়ে বলেছে, মিজানুরের নিকট থেকে একটি দেশীয় তৈরি ১টি পিস্তল ও ৪টি থ্রি-নট থ্রি তাজা গুলি উদ্ধার হয়েছে। সে নতিপোতা গ্রামের মৃত ফজলু ডাকাতের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভারতসীমান্তবর্তী সুলতানপুর গ্রামে দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালায়।দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমানের নেতৃত্বে এএসআই নিয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুলতানপুরের পাকারাস্তার ওপর থেকে মিজারকে আটক করা হয়। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, তার দেহতল্লাশি করে মাজায় গুজে রাখা একটি দেশীয় তৈরি পিস্তল ও ৪টি তাজা গুলি উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, আটক মিজার এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার নামে চুয়াডাঙ্গা ও পার্শবর্তী মেহেরপুর জেলায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপার্দ করা হতে পারে।