দামুড়হুদায় গ্লোবাল অ্যাকশন সপ্তা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় গ্লোবাল অ্যাকশন সপ্তা উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে গণস্বাক্ষরতা অভিযান ও ওয়ার্পের আয়োজনে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অণুষ্ঠানে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, আসাফ উদ দৌলা, এসএম তাজকীর আহমেদ, ওয়ার্পের নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা টিটন, শিক্ষক জান মোহাম্মদ, সুজা উদ্দিন, হাবিবুর রহমান, হাসানুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমন্বয়কারী ইখতিয়ার রহমান।