জীবননগর ব্যুরো: জীবননগর-সন্তোষপুর সড়কে বাস-ট্রেইলার সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে সন্তোষপুর মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী একটি বাস দ্রুত গতিতে সন্তোষপুর মোড়ে এসে পৌঁছুলে দেহাটি থেকে বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রেইলারের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসযাত্রী কাশিপুর মাঠপাড়ার বকুলের স্ত্রী হোসনে আরা (২৫) ও বোন ফরহাদ হোসেনের স্ত্রী রিনা (৩০), হাসাদাহের লুৎফর রহমানের মেয়ে লিনা (৩০), খয়েরহুদা গ্রামের শরিফ উদ্দিন দাড়ার মেয়ে স্নিগ্ধা (৩০) এবং দর্শনার ছখির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৮) গুরুতর আহত হন। আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।