মাথাভাঙ্গা মনিটর: আবারও যমজ সন্তানের বাবা হলেন কিংবদন্তি সুইস টেনিসতারকা রজার ফেদেরার। গত মঙ্গলবার তার স্ত্রী মিরকা যমজ পুত্র সন্তানের জন্মদিয়েছেন। মাইলা রোস ও চার্লিন রিভা নামের ৪ বছর বয়সী দুটি যমজ মেয়ে রয়েছেফেদেরারের। তারা ২০০৯ সালে জন্মগ্রহণ করেছিলো। আগের দুটি যমজ সন্তান মেয়েহলেও এবারের যমজ ছেলে। যমজ ছেলের বাবা হওয়ার কথা নিজেই জানিয়েছেন ফেদেরার।৩২ বছর বয়সী এ তারকা লেখেন, মিরকা ও আমি অত্যন্ত আনন্দিত। আজ সন্ধ্যায়লিও এবং লিনি পৃথিবীতে এসেছে। আনন্দটা উপভোগ করতে চাই।দ্বিতীয়বার যমজসন্তানের জন্ম দেয়া স্ত্রীর পাশে থাকতে এদিনই মাদ্রিদ মাস্টার্স থেকেনিজেকে সরিয়ে নিয়েছেন ১৭টি গ্রান্ড স্ন্যামজয়ী ফেদেরার। আনন্দ উপভোগ করেশিগগির কোর্টে ফেরার জন্য প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। একই সাথে মাদ্রিদওপেনে খেলতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন সমর্থকদের কাছে। ফেদেরারবলেন, মাদ্রিদ ওপেনে খেলতে না পারার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আশাকরি সামনের বছর এখানে অবশ্যই খেলতে আসবো।