৬ ছাত্রের নামে মামলাপ্রত্যাহার ও গ্রেফতারকৃত ছাত্রের মুক্তির দাবিতে র‌্যালি ও মানববন্ধন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী এমএস জোহা কৃষি কলেজের ৭ম পর্বের বহিষ্কৃত ৬ ছাত্রের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত এক ছাত্রের নিঃশর্ত মুক্তির দাবিতে গত সোমবার সকাল ১১টার দিকে শিক্ষক-ছাত্ররা আলমডাঙ্গায় র‌্যালি, মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ বছর শৃঙ্খলার সাথে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি রাজনীতি ও সন্ত্রাসমুক্ত। গত ২১ এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এমএস জোহা কৃষি কলেজ কেন্দ্রে মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউট ভেন্যুতে ৭ম পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১০টার দিকে অসদুপায় অবলম্বন করার দায়ে ৬ ছাত্র বহিষ্কৃত হয়। বহিষ্কারের দুদিন পরে ২৩ এপ্রিল আলমডাঙ্গা-কামালপুর মাঝামাঝি স্থানে কে বা কারা এসিল্যান্ড অফিসের সমন জারিকারককে মারধর ও এসিল্যান্ডকে লাঞ্ছিত করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় বহিষ্কৃত ওই ৬ ছাত্রের নামে মামলা এজাহারভুক্ত হয়।