স্টাফ রিপোর্টার: ৪৩৪ কোটি ৯১ লাখ টাকার ৪টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিকপরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প, উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (দ্বিতীয় পর্যায়)প্রকল্প, মানিকখালী সেতু নির্মাণসহ আশাশুনী-পাইকগাছা সড়ক উন্নয়ন প্রকল্পএবং ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট থ্রো রিয়্যাকটিভ পাওয়ারকমপেনসেশন অ্যান্ড রি-এনফোর্সমেন্ট অব গোয়ালপাড়া সাব-স্টেশন প্রকল্প। গতকাল মঙ্গলবার আগারগাঁওস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপত্বি করেনপ্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান- মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারিঅর্থায়ন ৩১৭ কোটি ২৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৯৯ কোটি ৫৯ লাখ টাকা এবংসংস্থার নিজস্ব তহবিল ১৮ কোটি ৮ লাখ টাকা। ৪টি প্রকল্পের মধ্যে নতুনপ্রকল্প ২টি এবং ২টি সংশোধিত প্রকল্প।৬৯ কোটি ২৯ লাখ টাকাচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারণ ওউন্নয়ন প্রকল্পটি মার্চ, ২০১৪ থেকে জুন, ২০১৮ মেয়াদে বাস্তবায়িত হবে। এপ্রকল্পটিতে ৫টি নতুন ডিসিপ্লিনের আওতায় স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিপ্রদানে সুযোগ সৃষ্টি হবে এবং অ্যাডভান্সড রিসার্চ ও স্টাডিজে সুযোগসৃষ্টি হবে। ৯৪ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে উত্তরাঞ্চলের দরিদ্রদেরকর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পটিসম্পূর্ণ সরকারি অর্থায়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় বাংলাদেশপল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়ন করবে। প্রকল্পটি রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নিলফামারী এবং লালমনিরহাট জেলার ৩৫টি উপজেলায়এপ্রিল, ২০১৪ থেকে মার্চ ২০১৯ পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটির প্রধানপ্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- ৩৩ হাজার ৬০০ জন সুবিধাভোগীকে ট্রেড-ভিত্তিক ৬০দিন মেয়াদি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণেরপাশাপাশি স্বাস্থ্য সেবা, শিশুর যত্ন, পুষ্টি, নেতৃত্ব, বাল্যবিবাহেরকুফল, শিশুশ্রম, প্রসূতি মায়ের সেবা, নারী ও শিশু অধিকার ইত্যাদি সামাজিকসচেতনতামূলক বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ প্রদান ইত্যাদি ছাড়াও সবসুফলভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নের তুলনামূলক ডাটাবেজে তথ্য সংরক্ষণ করাহবে।পরিকল্পনামন্ত্রী জানান- সরকার এ প্রকল্পের মাধ্যমে ৬ শতাংশহারে শুধু সার্ভিস চার্জ আদায় করবে। অন্যকোনো ধরনের সুদ উপকারভোগীকেদিতে হবে না। ১০৮ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে মানিকখালী সেতু নির্মাণসহআশাশুনী-পাইকগাছা সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পটিও সম্পূর্ণ সরকারের নিজস্বঅর্থায়নে সড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়ন করছে।প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১০ থেকে জুন ২০১৬ পর্যন্ত। ১৬১কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট থ্রোরিয়্যাকটিভ পাওয়ার কমপেনসেশন অ্যান্ড রি-ইনফোর্সমেন্ট অব গোয়ালপাড়াসাব-স্টেশন শীর্ষক প্রকল্পটি গতকাল সংশোধিত আকারে অনুমোদন করা হয়।প্রকল্পটির বাস্তবায়নকাল ফেব্রুয়ারি ২০০৮ থেকে জুন ২০১৪ পর্যন্ত ধরা হয়েছে।সভায় পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমিরহোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়াচৌধুরী; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুললতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকারমোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রীশাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুতপ্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমানরাঙ্গাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।