স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির আওতাভুক্ত ১৪৫ কিলোমিটার সীমান্তেই সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার সরকারকে হত্যাসহ সারাদেশে সকল অপহরণ, গুম, বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা আইনজীবী দুদিনের কর্মসূচি পালন শুরু করেছে। গতকাল মঙ্গলবার আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করেন। আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করবেন।
৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মনিরুজ্জামান এ তথ্য জানিয়ে বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের মূল হোতা নুর হোসনসহ সন্দেহভাজন আসামিরা যাতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে অত্র ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তে সর্বোচ্চ নজরদারি বৃদ্ধিসহ টহল জোরদার করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারকে হত্যাসহ সারাদেশে সকল অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গার আইনজীবীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। আজ বুধবার একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএমশাহজাহান মুকুল কর্মসূচি সফল করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।