মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মামলা করলেন কোটচাঁদপুর ফুলবাড়ির জহুরুল

 

 

বাজারগোপালপুর প্রতিনিধি: নেশার টাকা না পেয়ে প্রায়ই বৃদ্ধ বাবা-মাকে মারপিট করে এক কুলাঙ্গার ছেলে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করলেন এক হতভাগা পিতা।ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের ধান-চাতাল ব্যবসায়ী জহুরুল হক গত সোমবার ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো. তাজুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

জানা গেছে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের ধান-চাতাল ব্যবসায়ী জহুরুল হকের ছেলে হাবিবুর রহমান এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে মেলামেশা করে। এক পর্যায়ে হাবিবুর মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাড় করার জন্য সংসারের বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করে। এ ঘটনার প্রতিবাদ করায় সে তার বাবা-মাকে মারপিট করে। মামলার বাদি জহুরুল হক জানান, তিনি একজন ধান চাল এবং ভূষিমাল ব্যবসায়ী। তিনি আরো জানান, গত ৩১মার্চ অন্যান্য দিনের মতো ব্যবসা শেষে ৫ লাখ টাকা আলমারিতে রেখে ছিলাম। মাদকাসক্ত ছেলে হাবিবুর রহমান আলমারি ভেঙে ৫ লাখ টাকা নিয়ে চলে যায়। এসময় মা-বাবা বাঁধা দিলে তাদেরকে মারপিট করে চলে যায়। এতে বাবা-মার শরীরের জখম হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে টাকা উদ্ধারের অনেক চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হই। নিকটতম লোকজন দিয়ে টাকা উদ্ধারের চেষ্টা করায় মামলা করতে দেরি হলো বলে বাদি জহুরুল হক আরজিতে উল্লেখ করেন। তিনি আরো জানান, এ ঘটনার পর থেকে মাদকাসক্ত ছেলে প্রতিনিয়ত তাকেও তার-মাকে মোবাইলফোনে খুন করার হুমকি দিচ্ছে। নেশাখোর ছেলের কারনে তাদের জীবন বিপন্ন হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। গত সোমবার আদালতে মামলা দাখিলের পর হলফী জবানবন্দি প্রদানের সময় বাদি কান্নায় ভেঙে পড়েন। এ দৃশ্যটি আদালতে থাকা আইনজীবী ও অন্যান্যেদের নজর কাড়ে। আগামী ১৬ জুন মামলাটির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. রইচ উদ্দিন আহমেদ।