মাথাভাঙ্গা মনিটর: বলপায়ে আবারো ঝলক দেখালেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা।ওয়ার্ল্ড রেকর্ডধারী ওয়াসিম বেঁসলিমাঁর এক শোতে বল পায়ে নিজের দক্ষতারপ্রমাণ দেখান জীবন্ত এ ফুটবল কিংবদন্তি।ফান্সের গিনেস ওয়ার্ল্ডরেকর্ডধারী ওয়াসিম বেঁসলিমাঁর ওই শোতে মনে করিয়ে দিয়েছেন এখনো ফুরিয়ে যাননিতিনি। অবিশ্বাস্য প্রতিভার জন্যই তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবেবিবেচনা করা হয়।অবশ্য ফুটবলের জার্সি গায়ে নয়। কোর্ট-প্যান্ট পরেইনিজের স্কিল ও দক্ষতা দেখিয়েছেন তিনি। বল নিয়ে কসরত করে রেকর্ডের অধিকারীওয়াসিম বেঁসলিমাঁর সাথে কখনও হেড দিয়েছেন। আবার কখনও পায়ে বল ঝুলিয়েরেখেছেন। মাটিতে ছোঁয়াতে দেননি বল। ম্যারাডোনা ও ওয়াসিম ফুটবল নিয়ে বেশমজাই করেছেন সে সময়।দীর্ঘদিন আগে খেলা ছেড়েছেন আর্জেন্টিনারবিশ্বকাপ জয়ী অধিনায়ক। ৫৩ বছর বয়সী ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ হিসেবেওদায়িত্ব পালন করেছেন। গত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে তার অধীনেইশিরোপা সন্ধানী ছিলো মেসিরা।১৯৮৬ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জয়করেছিলো আর্জেন্টিনা। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই (হ্যান্ড অব গড)গোল এখনো ভুলতে পারেনি ফুটবল বিশ্ব।