দর্শনা অফিস:দর্শনা বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়েছে জয়নগর নদীর ধারপাড়ায়। বিজিবি সদস্যরা মাদক কারবারীদের ধাওয়া করে ৫৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে পারলেও পালিয়ে রক্ষা পেয়েছে চিহ্নিত দুমাদককারবারী। গত পরশু সোমবার রাত সাড়ে ১২টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের ল্যান্সনায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের জয়নগর নদীর ধারপাড়ায়। অভিযোগ উঠেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার চিহ্নিত মাদককারবারী আয়নাল ও দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের অভিযুক্ত মাদককারবারী বেল্টু পালিয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন ৫৬০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বিজিবি কারো বিরুদ্ধে মামলা দায়ের করেছে কি-না জানা যায়নি। তবে বেল্টু ও আয়নালকে আটকের জন্য খুজছে বিজিবি।।