গ্রেফতার হয়নি ঘাতকস্বামী সুজন :বাবা-মা ও ভাই জেলহাজতে
দর্শনা অফিস:দর্শনায় বিউটিশিয়ান রুপা হত্যাকাণ্ড ঘটনার ১০ দিন অতিবাহিত হয়েছে। এ হত্যামামলার প্রধান আসামি ঘাতক স্বামী সুজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সুজনের বাবা-মা ও ভাই টানছে জেলের ঘানি। দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার খবির উদ্দিনের মেয়ে ১ সন্তানের জননী মরিয়ম খাতুন ওরফে রুপাকে গত ২৭ এপ্রিল দুপুর আড়াইটার দিকে দর্শনা ইসলাম বাজারপাড়ার টাচ্ মেকওভার বিউটি স্যালন অ্যান্ড পার্লারে দর্শনা আজমপুরের নুরু শেখের ছেলে ২য় স্বামী সুজন শেখ ধারালো চুরিঘাতে খুনের অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত রুপার মা ভানু বিবি বাদী হয়ে ওই দিনই দামুড়হুদা থানায় সুজন, তার বাবা নুরু শেখ, মা শিউলী ও ছোটভাই রিপনের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন। পুলিশ সুজনের বাবা-মা ও ছোটভাইকে এ মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলেও শেষ পর্যন্ত পুলিশের আবেদন মঞ্জুর হয়নি।
এদিকে রুপা হত্যামামলার প্রধান আসামি সুজন মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে বলে গুঞ্জন উঠলেও তার কোনো সত্যতা মেলেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেছেন, সুজনকে গ্রেফতারের জন্য দফায় দফায় অভিযানের পাশাপাশি জাল বিস্তার করা হয়েছে। রুপা হত্যাকাণ্ড ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উন্মোচন হয়নি আজো। তবে সুজন গ্রেফতার হলে রহস্য উন্মোচন হবে বলে ধারণা করেছ সচেতনমহল।