চুয়াডাঙ্গা ভালাইপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ আহত

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভালাইপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ভালাইপুর গ্রামের মধ্য থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন।সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করতে আসা ব্যক্তিদের বরাত দিয়ে কয়েকজন জানান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মধ্যে গতকাল সকাল ৬টার দিকে পাউয়ারট্রলির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ আহত হয়।অজ্ঞাত বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছর। পরনে ছিলো সাদা রঙের পাঞ্জাবি, চেক লুঙ্গি। কাছে পাওয়া গেছে একটা বিড়ি, গামছা ও সাদা রঙের টুপি। মুখে রয়েছে কালচে সাদা দাঁড়ি ও মাথায় কাঁচা-পাকা চুল।