জিয়াউর রহমান জিয়া:চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা আন্তঃইউনিয়ন গ্রামীণক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল মঙ্গলবার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান, ইউপি সচিব ফয়জুর রহমান, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অত্র ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ইউপির সকল সদস্যবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক দিলীপ কুমার অধিকারী।