কাঁঠালপোতার রাশিদুলের বিরুদ্ধে যৌতুক মামলা : স্ত্রীর দায়েরকৃত মামলায় স্বামীর জেল-জরিমানা

 

স্টাফ রিপোর্টার: স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় স্বামী মেহেরপুর কাঁঠালপোতা গ্রামের রাশিদুল ইসলামের জেল-জরিমানা দিয়েছেন আদালত। জেল-জরিমানার আদেশের পর গতকাল মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতার গ্রামের নবী ছদ্দীনের ছেলে রাশিদুল ইসলামের বিয়ে হয় চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের জবেদ মণ্ডলের মেয়ে আদুরী খাতুনের। বিয়ের পর থেকে রাশিদুল স্ত্রী আদুরী খাতুনের কাছে যৌতুক দাবী করে আসছিলো। এ ঘটনায় আদুরী খাতুন বাদী হয়ে স্বামী রাশিদুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। এ মামলায় গত ৬ মার্চ ২০১৪ তারিখে রাশিদুল ইসলামকে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড করেন চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক শেখ মোহা. আমিনুল ইসলাম। গত ২৪ এপ্রিল মেহেরপুর পুলিশ রাশিদুল ইসলামকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়।