আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি ফলের দোকান, হোটেল, বেকারি ও ইজিবাইক মালিককে জরিমানা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের বিভিন্ন বাজারে গত সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত কেমিক্যাল দিয়ে আম, আপেল, আঙ্গুর, বেদানা রাখার দায়ে স্টেশন এলাকার গফুর মিয়ার ফলের দোকানে ৫০০ টাকা, আনিসের ফলের দোকানে ৫০০ টাকা, পশুহাট এলাকার রহিমের ফলের দোকানে ৫০০টাকা, ফল বাজারে শিশিরের ফলের দোকানে ৫০০ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির জন্য আনন্দধামের মুসলিম বেকারিতে ২ হাজার টাকা, লাল ব্রিজ এলাকার বিসমিল্লাহ হোটেলে ২০০টাকাও নুরুল ইসলামের ইজিবাইকে ৪০০টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, থানার এএসআই খাইরুল ইসলামসহ একদল ফোর্স।