আন্দুলবাড়িয়া থেকে দুটি শক্তিশালী হাত বোমা উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার একটি ফার্নিচারের দোকান থেকে শক্তিশালী দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিএনপি নেতা নাসিরউদ্দীন সোহাগ গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আন্দুলবাড়িয়া বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইয়াসির ফার্নিচারের প্রধান ফটকের পাশে কচটেপ দিয়ে জড়ানো দুটি বোমা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা ১০টার দিকে ঘটনাস্থল বোমা দুটি উদ্ধার করে। এ সময় বোমা দুটির গায়ে লেখা ছিলো আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শেখ মুক্তার ও মীর মখলেছুর রহমান টজোকে হত্যা করা হবে। জীবননগর থানা অফিসার ইনচার্জ এসএম ইকবাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য কে বা কারা এ বোমা দুটি রেখে গেছে।