মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি মহিলা কলেজে বাংলা ও অর্থনীতি বিষয়ে (সম্মান) কোর্সের ১ম ব্যাচের ২০১৩-১৪’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজের হলরুমে প্রদান অতিথি হিসেবে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আ.ফ.ম শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা হীরা। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলো। সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, শিক্ষার মানন্নোয়নে সরকার বদ্ধ পরিকর। অনার্স কোর্স চালুর মধ্যদিয়ে নারী শিক্ষার অগ্রগতিতে আরো এগিয়ে যাবে মেহেরপুর সরকারি মহিলা কলেজ। ভবিষ্যতে এ কলেজে মাস্টার্স কোর্সও চালু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এমপি ফরহাদ হোসেন অনুষ্ঠানস্থলে পৌঁছুলে কলেজছাত্রীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে।