অবশেষে ধর্ষক প্রভাবশালী মদন মণ্ডলের বিরুদ্ধে মামলা
আমঝুপি প্রতিনিধি: মুজিবনগর বল্লভপুরের ধর্ষক মদন মণ্ডলের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে। জেলা লোকমোর্চা ও মানব উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী বাদী হয়ে মুজিবনগর থানায় গত ৪ মে এ মামলা দায়ের করেন। ধর্ষক মদন মণ্ডল প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার এতোদিন মামলা করতে সাহস পায়নি বলে তারা সাংবাদিকদের জানান।
জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের প্রভাবশালী মদন মণ্ডলের বাড়িতে টিভি দেখতে যায় প্রতিবেশী দরিদ্রের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী কন্যা। সুযোগ বুঝে মদন মণ্ডল তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে বুদ্ধিপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তবে মদন মণ্ডল প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায়নি। এমনকি ধর্ষিতার পরিবারের পক্ষে মামলা করারও সাহস পায়নি। তবে মুজিবনগর থানা পুলিশ তাকে আটক করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে গত ২৯ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করেন।
পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর ৯ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর পাশে দাঁড়ায় মেহেরপুর জেলা লোকমোর্চা ও মানব উন্নয়ন কেন্দ্র মউক। তাদের সমন্বিত একটি প্রতিনিধিদল ভিক্টিমকে মউক প্রধান কার্যালয়ে নিয়ে আসে। আইনগত সহায়তাসহ সবধরনের সহায়তা দেয় তারা। মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তিসহ মেহেরপুর সনো নার্সিং হোমে প্রতিবন্ধীকে ভর্তি করা হয়। সেখানে গত ২৯ এপ্রিল তার পুত্রসন্তান প্রসব হয়। তবে বিকলাঙ্গ শিশুটি জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়।
গত রোববার মুজিবনগর বল্লভপুরে প্রতিবন্ধী ধর্ষিতামানবাধিকার সংগঠন মউক ও লোকমোর্চার সহযোগিতায় অবশেষে ধর্ষিতা মামলা দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা যায়, ধর্ষক মদন মণ্ডলের ক্ষমতার দাপটের কারণে এতোদিন অসহায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করতে পারেনি । অবশেষে গত ৪ মে মুজিবনগর থানায় মদন মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়।