মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলুর নেতৃত্বে এমপির বাসভবনে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে এমপি ফরহাদ হোসেনের মনোনয়ন প্রদান করেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।