খবর:(গাংনীর জোড়পুকুর-চোখতোলা সড়ক সংস্কার কাজে অনিয়ম)
খাচ্ছে সবাই লুটেপুটে
আজান দিয়ে কেউ,
সব সেয়ানা জাত সেয়ানা
হার মেনেছে ফেউ।
খাওয়ার কাজি মারার কাজি
সবাই মেরে খাই,
তাই ইদানীং অনেক চোরের
দিন কাটে হাইফাই।
বলা বারণ চলা বারণ
ওদের হুকুম ছাড়া,
ফুলে ফুলে কোতলা হলো
সবক’টা বনগাড়া।
-আহাদ আলী মোল্লা