জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিদায়ী ইউএনও সাজেদুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সি মার্কেট ব্যাডমিন্টন পরিচালনা কমিটির পক্ষ থেকে গতকাল সোমবার এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. হাসানুজ্জামান নূপুর ও মুন্সি মার্কেট ব্যাডমিন্টন পরিচালনা কমিটির আহ্বয়াক মুন্সি মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে ইউএনও সাজেদুর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া সংবর্ধনাসভায় অতিথির বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসূল, ডা. রফিকুল ইসলাম, ইউআরসির সহকারী ইন্সট্রাক্টর আনারুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন- আ. সালাম ইসা, সাঈদ আহাম্মদ মশির, আব্দুল মালেক মিস্ত্রি, ইকতিয়ার উদ্দিন, মুন্সি খোকন, সাংবাদিক সালাউদ্দীন কাজল, প্রভাষক আব্দুল করিম, শরিফুল ইসলাম, আমির হোসেন প্রমুখ।