মাথাভাঙ্গা মনিটর: জাতীয়ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেনকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশক্রিকেট বোর্ড বিসিবি। একই সাথে নতুন কোচের সন্ধানে পাঁচ সদস্যের একটিকমিটি গঠন করা হয়েছে। গতকালসোমবার বিসিবির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকশেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমাগী এক থেকেদেড় মাসের মধ্যে নতুন কোচ নিয়োগ দেয়া হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সময়েরজন্য দেশীয় কোচ নিয়োগ দেয়া হবে।তিনি জানান, নতুন কোচের অনুসন্ধান ওনিয়োগে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জালাল ইউনুস, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও মাহবুব আনাম।তিনিআরো জানান, বোর্ড মিটিংয়ের আগে জার্গেনসেনের সাথে আমরা বৈঠক করেছি। তিনিযেহেতু থাকতে রাজি হচ্ছেন না; সেহেতু নতুন কোচ খোঁজা হচ্ছে। ইন্ডিয়াসিরিজের আগে নতুন কোচ খুঁজে না পেলে স্থানীয় কোচ দিয়েই ইন্ডিয়া সিরিজচালানো হবে।পাপন বলেন, যেহেতু সামনে বিশ্বকাপ তাই এখন থেকেই দীর্ঘমেয়াদে কোচ নিয়োগ দেয়ার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর বিসিবির পক্ষথেকে নতুন কোচ খোঁজার কাজ শুরু করা হয়েছে।প্রসঙ্গত, ২০১৫ সালেরবিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও কয়েকদিন আগে দায়িত্ব থেকে অব্যহতি চেয়েপদত্যাগপত্র জমা দেন জাতীয় দলের হেড কোচ শেন জার্গেনশেন।