চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ার্টারে সরকারি ওষুধ বিক্রির অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হোমিও অ্যাসিসটেন্ট সাঈদের বিরুদ্ধে সরকারি কোয়ার্টারে হাসপাতালের সরকারি ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হোমিও অ্যাসিসটেন্ট সাঈদ। তিনি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চাকরি করছেন। একই সাথে হাসপাতাল কোয়ার্টারে বসবাস করেন। প্রতিদিন চুয়াডাঙ্গা বহির্বিভাগের সহজ-সরল রোগীদের ওষুধ না দিয়ে তার বাসা থেকে নিতে বলেন এবং রোগীদের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখবে বলে ভুক্তভোগীদের দাবি।