স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামের রাস্তায় ৪০ দিনের কর্মসূচি মাটিভরাট কাজে নিয়োজিত শ্রমিকরালাঞ্ছিত হয়েছেন। খেজুরতলার কালু খা ও সেলিম নামের দুজন তাদেরকে লাঞ্ছিত করে বলে অভিযোগ উত্থাপন করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, ৩নং কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া ওপারপাড়ার রসুল মিয়ার বাড়ি হতে খাড়াগোদা ব্রিজ পযর্ন্ত কাঁচা রাস্তায় ৪০ দিনের কর্মসূচির আওতায় মাটিভরাটের কাজ চলছে। অন্যন্য দিনের মতো মহিলা ওপুরুষ শ্রমিকেরা গতকাল সোমবার সকাল ৯টার দিকে কাজ শুরু করে।তিতুদহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের আনোয়ার আলির ছেলে কালু খা ও সেলিম মাঠ থেকে ধান ওঠানোর জন্য মাটিভরাট করা রাস্তার ওপর দিয়ে পাউয়ারট্রিলার নিয়ে আসা যাওয়া করতে থাকেন। রাস্তার মাটি দেবে যাওয়া নিয়ে ও কোদাল দিয়ে মাটি সরিয়ে পথ তৈরি করতে গেলে বাধা দেয়ায় কালু খা ও সেলিম শ্রমিকদের লাঞ্ছিত করে।