সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের ছয়ঘরিয়া কচুখালিপাড়ায় ৩ বাড়িতে ডাকাতি করেছে একদল ডাকাত। ১০-১২ জনের একদল ডাকাত তিনটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, মূল্যবান মালামাল লুট করে নির্বিঘ্নে সটকে পড়ে।
জানাগেছে, গত রোববার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ ছয়ঘরিয়া কচুখালিপাড়ার ১০-১২ জনের একদল ডাকাত মৃত কুড়ন মণ্ডলের ছেলে কৃষক রবকুলের বাড়িতে ঢুকেঅস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ সাড়ে ১২ হাজার টাকা, ১টি সোনার চেন ও কানের দুল লুট করে।এরপর ডাকাতদল প্রতিবেশী রবকুলের ভাই আ. রাজ্জাকের বাড়িতে ঢুকে নগদ ৫ হাজার ৫০০ টাকাসহ ব্যবহারের শাড়ি,লুঙ্গি নিয়েগেছে। ডাকাতদল একই পাড়ার কৃষক আ. হামিদের বাড়িতে হানা দিয়ে ভূট্টা বিক্রির নগদ ২ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে।