গাংনীর নওপাড়ায় অগিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামে অগিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে সাড়ে সাত হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু ওই গ্রামে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ কুমার সেন, জেলা যুবলীগের সহসভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ, কাথুলী ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সোহাগ আহম্মেদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ছাত্রলীগ নেতা রতন ও আশাদুলসহ নেতৃবৃন্দ। সরকারি ত্রাণ তহবিল থেকে এ সহযোগিতা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সকলকেই সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান এমপি সেলিনা আখতার বানু।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বাড়ির ১০টি ঘর ও সমস্ত মালামাল ভস্মীভূত হয়। এতে খোলা আকাশের নিচে বসবাস করছিলেন ওই পরিবারগুলোর সদস্যরা।